শিল্পের ইলেক্ট্রোকেমিক্যাল পারফরম্যান্সের উন্নতি রিসাইকেল ব্যাটারি

সেমিনারে চুয়েট উপাচার্য

| বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ‘ইমপ্রুভমেন্ট অফ ইলেক্ট্রোকেমিক্যাল পারফরম্যান্সসেস অফ ইন্ড্রাষ্ট্রিয়াল রিসাইকেল ব্যাটারী’ শীর্ষক এক সেমিনার গত ১১ অক্টোবর কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে সেমিনারে প্রধান অতিথি ছিলেন। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন এতে সভাপতিত্ব করেন। কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় সেমিনারে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (উৎপাদন) ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন ভূঁইয়া ও পিডিবির (বিতরণ, দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম বিশেষ অতিথি ছিলেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস- চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদ ও সেমিনার উপ-কমিটির সদস্য-সচিব ড. প্রকৌশলী এএসএম সায়েম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, মোটরযান, বিমান, জাহাজ, ইলেকট্রনিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পরিচালনার ক্ষেত্রে নবায়নযোগ্য ব্যাটারী একটি অপরিহার্য অংশ। এটি সম্বন্ধে জানা এবং এর সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, সঠিকভাবে পরিচর্যা করা হলে ব্যাটারী মেয়াদকাল বৃদ্ধি করা যায়। বিভিন্ন তথ্য-উপাত্ত উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রচলিত লিড এসিড ব্যাটারী টেকনোলজি একটি পুরাতন পদ্ধতি। ধীরে ধীরে এর ক্ষমতা কমে আসে। এছাড়া পরিবেশের ক্ষেত্রে এটির বিরূপ প্রভাবেরও সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বে দীর্ঘ মেয়াদী লিথুয়ামাইন ব্যাটারী উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে, আশার কথা এ ধরনের ব্যাটারীর উৎপাদন খরচ অনেক বেশী বিধায় খরচ কমানোর পদ্ধতি আবিস্কারের জন্য গবেষণা কার্য অব্যাহত রয়েছে।সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, ব্যাটারীর চার্জিং ও সার্ভিসিং সম্পর্কে আমাদের জানতে হবে এবং ব্যাটারীর জীবনকাল বাড়াতে হলে এর প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। তিনি বলেন, আগামী দিনগুলোতে স্বল্প মেয়াদী নবায়নযোগ্য লিড এসিড ব্যাটারী থেকে আমাদের সরে আসতে হবে দীর্ঘ মেয়াদী পদ্ধতির ব্যাটারী উৎপাদনে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, সরকার এ ব্যাপারে সচেতন রয়েছে। মো. আমির হোসেন, বাবুল চন্দ্র দেবনাথ ও মেজবাহ উদ্দিন প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন । মূল প্রবন্ধকার প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং পরামর্শ সম্পর্কে তাঁর অভিমত তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল প্রবন্ধকারকে পুষ্পস্তবক এবং ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমায়ের জন্য দেশে মোবাইল পাঠানো হল না সন্তানের
পরবর্তী নিবন্ধশ্রমিকের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান