রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী কের্চ সেতুতে বিস্ফোরণের ঘটনায় জড়িত আট ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে রাশিয়া। এদিকে ইউক্রেনের কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাশিয়ার এফএসবি নিরাপত্তা বিভাগ জানিয়েছে, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ৫ জন রুশ, বাকিরা ইউক্রেনীয় ও আর্মেনীয়। কের্চ সেতুতে হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো আছে বলে অভিযোগ এফএসবির। খবর বিডিনিউজের।
ইউক্রেনের খেরসন, জাপোরিজিয়া ও নিকোপোল শহরে বিস্ফোরণের খবরের মধ্যে কের্চ সেতুর হামলায় জড়িতদের গ্রেপ্তারের সংবাদ আসে বলে বিবিসি জানিয়েছে।