১২তম চট্টগ্রাম ফার্নিচার মেলা আগামী ১ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মেলায় দেশী-বিদেশী ফার্নিচার কোম্পানিগুলো তাদের নিজেদের পণ্য উপস্থাপন করবে।
মেলা সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করার জন্য নগরীর স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্ট’স ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাথে গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে ফার্নিচার শিল্প মালিক সমিতির পক্ষে স্বাক্ষর করেন, চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ এ এস এম নুরউদ্দিন ও ১২তম চট্টগ্রাম ফার্নিচার মেলার আহ্বায়ক মোহাম্মদ নুরুল আজম খাঁন।
চিটাগাং ইভেন্টসের পক্ষে স্বাক্ষর করেন চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আয়েশা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আল ইকবাল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আইএম ইফতেখার, সহ-সভাপতি সাইফুদ্দিন চৌধুরী দুলাল, সৈয়দুর রহমান আজিজ, আবদুল মালেক, মো. শাহিনুল হক টুটুল, ইব্রাহিম সেলিম, সাহেদ রেজা, মোহাম্মদ ইয়াছিন, জোবাইর হোছাইন, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, শাহ আলম, ছিদ্দিক আহমদ, বেলাল উদ্দীন, সুকুমার দেবনাথ, ওমর ফারুক, মুজিবুর রহমান। চিটাগাং ইভেন্টসের পক্ষে উপস্থিত ছিলেন সিইও মো. মনজুরুল ইসলাম রায়হান, এক্সিকিউটিভ মো. রাসেল, মো. মেহেদী হাছান, মো. ওমর ফারুসহ অন্যান্যরা। প্রেস বিজ্ঞপ্তি।