বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের কর্মশালা

| বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং স্কিল বিষয়ক কর্মশালার দ্বিতীয় ধাপের অনুষ্ঠান গত ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলনায়তনে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান। ফ্যাসিলিটেটর ছিলেন চবি আইন বিভাগের সহকারী অধ্যাপক সাইদ আহসান খালিদ।
বিভাগের শিক্ষক আসমা আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহারিয়ার, শিক্ষক তৌহিদুল ইসলাম, আমিনুল হক সিদ্দীকি, খাদিজাতুল কোবরা, সিদরাতুল মুনতাহা তৃণা, রিদুয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, মানুষ, সমাজ, দেশ পরিচালনার জন্য আইন মুখ্য ভূমিকা পালন করে এবং আইনজীবীগণ আইনের সেবক হিসেবে কাজ করে। কিন্তু আইন বিভাগ থেকে পাশ করা অনেক ছাত্রছাত্রী আইন পেশায় হয়তো সমান দক্ষতা দেখাতে পারেন না শুধুমাত্র আদালতে তাদের নথি প্রদান এবং উপস্থাপনের যথাযথ নিয়ম পরিপালন না করার জন্য। সেই নিরিখে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন পেশায় প্রবেশের পূর্বে ছাত্রছাত্রীদের একজন দক্ষ আইনজীবী হিসেবে তৈরি করার জন্য বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং ট্রেনিংয়ের ধারাবাহিক আয়োজন করছে। আশা করি, ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে এ আয়োজনসমূহ সহায়ক ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোভিডকালীন ভূমিকার প্রশংসা
পরবর্তী নিবন্ধকেএসআরএমে কর্মরতদের মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা