ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার প্রধানত বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রুশ হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের প্রশাসন বলছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলা মঙ্গলবারেও অব্যাহত ছিল। এদিনের হামলার প্রধান টার্গেট ছিল পশ্চিমের লাভিব, এবং দক্ষিণের শিল্প নগরী জাপোরিজা যেখানে নতুন করে আরও প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিবের গভর্নর ম্যাঙ্মি কোজিৎস্কিভি জানিয়েছেন মঙ্গলবার ওই অঞ্চলের দুটো জ্বালানি স্থাপনায় অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। গত সোমবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রধান একটি টার্গেট ছিল লাভিব। হামলার পর লাভিব শহরের বিরাট এলাকায় বিদ্যুৎ এবং সেই সাথে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। নুতন করে ছোঁড়া রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে দেনেপ্রপেট্রোভস্ক অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোর ব্যপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন বলছে। আঞ্চলিক প্রশাসনের প্রধান জানিয়েছেন পাভলোরাড এবং কামিয়ানস্কি জেলা দুটোতে এখন কোনো বিদ্যুৎ নেই। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে মানুষজন ভূগর্ভস্থ শেল্টারে আশ্রয় নেয়। বিভিন্ন শহরে থেকে থেকেই সতর্কতামূলক সাইরেন বাজার শব্দ শোনা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলছে তাদের ‘বিমান এবং যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া নিখুঁত এবং লক্ষ্যভেদী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ দিয়ে ইউক্রেনের জ্বালানি এবং সামরিক অবকাঠামোতে আঘাত করা হয়েছে। রুশ মন্ত্রণালয় বলছে, লক্ষ্য অর্জিত হয়েছে এবং ‘নির্ধারিত সব টার্গেটেই’ আঘাত করা গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, রাশিয়ার এসব হামলা যুদ্ধাপরাধের সামিল।
গোপন ভোটাভুটির আহ্বান প্রত্যাখ্যান : এদিকে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার নিন্দা জানানো নিয়ে এ সপ্তাহের শেষের দিকে একটি খসড়া প্রস্তাবনা উত্থাপন করতে চলেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। রাশিয়া এই প্রস্তাবের ওপর গোপন ভোটাভুটির আহ্বান জানিয়েছে। কিন্তু এ আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। রাশিয়ার চাইছিল, ১৯৩ সদস্য দেশের জাতিসংঘ সাধারণ পরিষদে গোপন ব্যালটে ভোট হোক। কিন্তু সোমবার সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে, প্রস্তাবনার ওপর ভোটাভুটি প্রকাশ্যেই হবে, গোপন ব্যালটে নয়। প্রকাশ্যে ভোটাভুটির পক্ষে রায় দিয়েছে সাধারণ পরিষদের ১০৭টি সদস্য দেশ। মাত্র ১৩টি দেশ প্রকাশ্য ভোটের বিরোধিতা করেছে। আর ৩৯ টি দেশসহ বাকি দেশগুলো ভোটদানে বিরত ছিল। কয়েকজন কূটনীতিক বলেছেন, এই ভোটাভুটি আজ বুধবার অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো এই জাতিসংঘ নিন্দা প্রস্তাবনা এনেছে।