পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আমিরাতের প্রেসিডেন্ট

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের চাপের বাইরে গিয়ে ওপেক প্লাস তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে মস্কো সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। গতকাল মঙ্গলবার তাদের বৈঠক হয়েছে। এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি পরিস্থিতি দুই নেতার বৈঠকের মূল এজেন্ডা হতে পারে। খবর বাংলানিউজের।
আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ডব্লিউএএম সোমবার প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের রাশিয়া সফরের তথ্য জানায়। রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত ওপেক প্লাস গ্রুপের সদস্য। গত বুধবার তেল-উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর জোট ওপেক প্লাস দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ব্যাপারে একমত হয়। ২০২০ সালের পর থেকে যা সর্বোচ্চ। বৈশ্বিক সরবরাহে এ হার প্রায় ২ শতাংশের সমান।
ডব্লিউএএম এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ও ভ্লাদিমির পুতিন নিজেদের দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যার সমাধন নিয়ে আলোচনা করবেন। এছাড়া দুই দেশের অভিন্ন স্বার্থ আরও এগিয়ে নেওয়ার বিষয়টিও তাদের আলোচনার মধ্যে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহারিকেনের আঘাতে ফ্লোরিডায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১শ’
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে সৈকতে আটকা পড়ে তিন দিনে ৫০০ তিমির মৃত্যু