ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের ফুটবল কমিটি গঠিত

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণকারী ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের ফুটবল কমিটি গঠনকল্পে এক সভা গতকাল মঙ্গলবার ক্লাবের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন, ক্লাবের সহ-সভাপতি খোরশেদ আলম রহমান, আবদুল আজিজ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তাজউদ্দিন, হুমায়ুন মোর্শেদ সিদ্দিকী শাকিল, তাজুল ইসলাম মামুন, সামিউল হাসান রুমন, ক্লাবের কর্মকর্তা যথাক্রমে আবদুর রহিম, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, অনিন্দ্য দেব, আসিফুল হক সিফাত, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
সভায় ২১ সদস্য বিশিষ্ট ফুটবল কমিটি গঠন করা হয়। বিশিষ্ট সমাজসেবক আবদুল্লাহ আল মামুনকে চেয়ারম্যান, গাজী আক্কাসকে সম্পাদক ও এম এ হোসাইন খোকাকে ম্যানেজার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদলকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন সাকিব
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট সম্পন্ন