আমাকে তোমরা মেরো না, মেরো না
মা’র কাছে আমি যাবো,
মা আমার কতো আপন জানো না
কি করে যে তা বোঝাবো !
ওরা রাসেলের আর্তি শোনে নি
ছুঁড়েছে বুলেট বোমা,
না ফেরার দেশে গিয়েছে রাসেল
ডেকে গেছে মাকে- ওমা !
রাসেল জানে না মা-ও চলে গেছে
বাবা ভাইয়াকে নিয়ে ,
খেলার সাথি ও প্রিয়জন সহ
সবাইকে চমকিয়ে ।
ওপারে মায়ের হাতছানি আর
বাবা ভাইয়ার ডাকে,
সাত আসমান ফুঁড়ে সে রাসেল
মিশেছে তারার ঝাঁকে।
ভালোবেসে ওই তারারা দিয়েছে
সোনালী রূপালী আলো ,
বলেছে – রাসেল বেড়ে ওঠো তুমি
দূর করো সব কালো।
সেই থেকে প্রিয় রাসেল আকাশে
রাততাড়ুয়া সে বীর,
আঁধারে ছুঁড়ছে আলোক জড়ানো
রাম ধনুকের তীর।