ফুটতো বাগে ফুল | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ প্রজাপতি মেলতো ডানা ভাসতো নদীর কূল ! সেই রাসেলকে মারল যারা ‘পঁচাত্তরের’ রাতে তাদের জন্য ফেলছি থুতু আজকে ঘৃণার সাথে ! সকল শিশুর স্বপ্নচোখে রাসেল আছে ঠিকই রাসেল এখন চাঁদের সাথি তারার ঝিকিমিকি !