ডাগর চোখের ‘রাসেল সোনা’
মুখটা মায়ায় ভরা
জন্ম নিল অক্টোবরে
হাসলো বসুন্ধরা !
শখ ছিল তার কবুতরে
বড়শিতে মাছ ধরা
টুংটাং টিং বেল বাজিয়ে
সাইকেলেতে চড়া !
‘হাসু বুবুর’ সাথে ছিল
ভালো বোঝাপড়া
তার জন্য লিখছি যে আজ
লিখছি শোকের ছড়া !
হাসলে রাসেল হাসতো যে চাঁদ