বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নগরীর নবপণ্ডিত বিহারে গত ৯ অক্টোবর দিনব্যাপী বিহারাধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথেরর সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সিজার বড়ুয়া ও কুনাল চৌধুরীর প্রবারণা শীর্ষক আলোচনা সভা এবং শ্রেষ্ঠ উপাসক-উপাসিকা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিল নূর মোস্তফা টিনু। বক্তব্য রাখেন প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, প্রকৌশলী স্বপন বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল, কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, অমরেশ চৌধুরী, অধ্যাপক বিপ্লব বড়ুয়া, উত্তম কুমার বড়ুয়া। শ্রেষ্ঠ উপাসক-উপাসিকা মনোনীত হয় মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার চৌধুরী, বিভা তালুকদার। উপস্থিত ছিলেন শিক্ষক বিমল বড়ুয়া, শিক্ষক রূপায়ন বড়ুয়া, মৃদুল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি











