কিং সালমান সেন্টারের খাদ্য সহায়তা প্রকল্প বাস্তবায়ন করবে ফজলুল্লাহ ফাউন্ডেশন

সংবাদ সম্মেলনে সৌদি রাষ্ট্রদূত

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

সৌদি বাদশার সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার -সংক্ষেপে ‘কিং সালমান সেন্টার’ এর অর্থায়নে দেশের শীর্ষ এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য এবং স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য ১১ হাজার ৫০০টি খাদ্য ঝুড়ি বিতরণ প্রকল্প উদ্বোধন উপলক্ষে ঢাকাস্থ সৌদি দূতাবাসে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল্‌ দুহাইলান ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। সম্মেলেনে সৌদি রাষ্ট্রদূত বলেন, কিং সালমান সেন্টারের এ প্রকল্প বাস্তবায়নের জন্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনকে লোকাল পার্টনার হিসেবে বাচাই করা হয়েছে।
এ সময় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, লোকাল পার্টনার হিসেবে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন অতীতের ন্যায় স্বচ্ছতা ও জবাবদিহীতার সাথে কিং সালমান সেন্টারের সহায়তা প্রকল্প বাস্তবায়নে বদ্ধ পরিকর। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কিং সালমান সেন্টারের প্রকল্প বিভাগের পরিচালক শায়খ ফাহদ ইবনে আব্দিল্লাহ আল-মাজি, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সালামত উল্লাহ, মুহাম্মদ ওয়ায়েজ, ফাউন্ডেশনের চীফ একাউন্ট্যান্ট বোরহান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নাশকতা করলে ছাড় দেয়া হবে না
পরবর্তী নিবন্ধনেত্রকোনায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জুলুস ও সমাবেশ