মীরসরাইয়ে ২৮০০ পিস ইয়াবা সহ বাসযাত্রী আটক

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ২৮০০ পিস ইয়াবা সহ আটক করে থানা পুলিশ। গত সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুরের নিজামপুর বাইপাস এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকার মফিজ শিকদারের ছেলে বাবু শিকদার (৪০)। থানার অফিসার ইনচার্জ ওসি মো. কবির হোসেন জানান, এই বিষয়ে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউন্নত চরিত্র গঠনে রাসূল (সা.) এর আদর্শ ধারণ করতে হবে
পরবর্তী নিবন্ধরশিদ আহমেদ চৌধুরী কমার্স ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত