ঘাসফুল নির্বাহী কমিটির ১১৩ তম সভা গত ৮ অক্টোবর চান্দগাঁওস্থ সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঘাসফুল চেয়ারম্যান ও চবি সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ ও প্রধান পৃষ্ঠপোষক এম এল রহমানসহ গত পঞ্চাশ বছরে ঘাসফুল-সহযাত্রী যে সকল সহকর্মী মৃত্যুবরণ করছেন তাদের স্মরণ করা হয়।
সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন, ঘাসফুল নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, নির্বাহী সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম, পারভীন মাহমুদ এফসিএ, সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপপরিচালক মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক সাদিয়া রহমান, সহকারী পরিচালক (এসডিপি) কে এম জি রাব্বানী বসুনিয়া, অডিটি ও মনিটরিং বিভাগের প্রধান টুটুল কুমার দাশ, ব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ মামুনূর রশীদ, সহকারী ব্যবস্থাপক (পাবলিকেশন) জেসমিন আক্তার, কর্মকর্তা নারগিছ আক্তার, মো. শরীফ হোসেন মজুমদার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












