বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও এম এন এ, দেশের বরেণ্য রাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গত রোববার সকালে আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বহুমুখী প্রতিভার অধিকারী আতাউর রহমান কায়সার ভাই রাজনীতি থেকে শিল্পে, সাহিত্যে সর্বত্র সৃজনশীতার পরিচয় দিয়েছেন। কোমল মনের মানুষ কায়সার ভাই রাজনীতিতে সময়ে সময়ে কঠোর হয়েছেন। সত্যের পক্ষে তার ছিল কঠোর আস্থা। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, লোভ মোহ ত্যাগ করে দুর্যোগ সময়ে শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিলেন কায়সার ভাই। স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ,খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, আবদুল কাদের সুজন, নুরুল আবছার চৌধুরী, নাছির আহমদ, মাহবুবুর রহমান শিবলী, রাশেদ মনোয়ার, মোহাম্মদ জোবায়ের, আতিকুর রহমান চৌধুরী, দিদারুল আলম, সুরেশ দাশ, কার্তিক শীল, শামসুল ইসলাম, শেখ মো. মহিউদ্দিন প্রমুখ। স্মরণসভা শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মরহুম জননেতা আতাউর রহমান খান কায়সারের চন্দরপুরাস্থ কবর জিয়ারত করেন এবং কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
মহানগর আওয়ামী লীগ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা মরহুম আতাউর রহমান খান কায়সারের দ্বাদশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে গত রোববার মরহুমের চন্দনপুরাস্থ বাসভবন সংলগ্ন কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, সৎ রাজনীতিকরাই বঙ্গবন্ধুর আরাধ্যের সোনার বাংলা বাস্তবায়ন করবে। রাজনীতিতে সৎ চরিত্রের মানুষরাই টিকে থাকবেন। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আমরা যারা আতাউর রহমান খান কায়সারের ভাবশিষ্য তাদেরকে সৎ ও সততার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সফর আলী, নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, শহিদুল আলম, জহর লাল হাজারী, সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমদ, সাহাব উদ্দীন আহমেদ, মোজাহেরুল ইসলাম চৌধুরী, গিয়াস উদ্দীন, শাহেদুল আজম শাকিল প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার ছিলেন তৃণমূল আওয়ামী লীগের প্রাণশক্তি। গতকাল বর্ষীয়ান রাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের কবরাগাহে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জেলা পরিষদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম, সহ সভাপতি জেলা পরিষদ সদস্য আবুল কাসেম চিস্তি, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ প্রমুখ।