পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মজিআ) বলেছেন, প্রিয় নবীর (দ.) শুভাগমন কেবল মুসলিম জাতির জন্য নয়, তিনি হচ্ছেন জগতের সমগ্র মানুষের জন্য আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ স্বরূপ। তাঁর দুনিয়ায় শুভাগমনে সমগ্র সৃষ্টি জগতৎ ধন্য ও আলোকিত হয়েছেন।
জশনে জুলসে ঈদে মিলাদুন্নবীর (দ.) ৫০ বছর উদ্যাপনের অংশ হিসেবে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবং গাউসিয়া কমিটির সহযোগিতায় নগরীর ষোলশহর আলমগির খানকাহ শরিফে ১২ দিনব্যাপী রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের সমাপনী দিবসে গত শনিবার আল্লামা সৈয়দ সাবির শাহ্ (মজিআ) প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কনফারেন্সে সভাপতিত্ব করেন আওলাদে রাসূল (দ.)আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মজিআ)। অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (মজিআ)। আলোচনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন আল আযহারি, আশেকানে আউলিয়া কলেজের অধ্যাপক আল্লামা ড. আনোয়ার হোসেন এবং ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মনিরুজ্জামান আলকাদেরী।
আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটি কমিটির কর্মকর্তাদের মধ্যে কনফারেন্সে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, এসেস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ গিয়াস উদ্দিন সাকের, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ এনামুল হক বাচ্চু, সদস্য কমর উদ্দিন সবুর, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ মাহাবুবুল আলম, শাহজাদ ইবনে দিদার, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, তসকির আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মুনির উদ্দীন সোহেল, মনোয়ার হোসেন মুন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।