মহানগর পিপি হলেন আব্দুর রশীদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে পিপি (পাবলিক প্রসিকিউটর) পদে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. আব্দুর রশিদ। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ তাকে নিয়োগ প্রদান করেন। মো. আব্দুর রশিদ এর আগে অতিরিক্ত মহানগর পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৮৯ সালে আইনজীবী হিসেবে যোগদান করেন।
এ বিষয়ে আইনজীবী মো. আব্দুর রশিদ আজাদীকে বলেন, মহানগর পিপি হিসেবে আমার নিয়োগ সংক্রান্ত চিঠি পেয়েছি।
এটি আমার কাছে অনেক বড় দায়িত্ব। আশা করছি, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পাবো।
উল্লেখ্য, বর্তমানে মহানগর পিপির দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী। অবিলম্বে তিনি আইনজীবী মো. আব্দুর রশিদের কাছে উক্ত পদের দায়ভার অর্পণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধঈদে আজম উদযাপন উপলক্ষে মহাসমাবেশ
পরবর্তী নিবন্ধপ্রিয় নবীর (দ.) শুভাগমনে সমগ্র সৃষ্টি জগৎ ধন্য ও আলোকিত