উত্তর কাট্টলীর কেওড়া বন থেকে এক টন ইলিশসহ তিন নৌকা জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলী উপকূলে কেওড়া বনের ভিতর লুকিয়ে রাখা এক টন ইলিশ মাছ জব্দ করেছে কোস্টগার্ড ও জেলা মৎস্য দপ্তর।
এই সময় তিনটি নৌকাও জব্দ করা হয়। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করে সাগর থেকে ফিরে কেওড়া বনে লুকিয়ে রাখা হয় এসব মাছ। পরবর্তীতে সময় সুযোগ মতো মাছগুলো বিক্রি করা হতো। গোপন সংবাদে খবর পেয়ে জেলা মৎস্য দপ্তর এবং কোস্টগার্ড দল মাছ ও নৌকা জব্দ করে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও বিনিময় নিষিদ্ধ করার আইন অমান্য করায় এসব মাছ ও নৌকা জব্দ করা হয়েছে বলে জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে।
চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে গতকাল উত্তর কাট্টলী সাগর তীরবর্তী কেওড়া বন থেকে উক্ত ১ টন মাছ জব্দ করার পর তা শর্তসাপেক্ষে ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবর রহমান, কোস্ট গার্ড পতেঙ্গা জোনের কন্টিজেন কমান্ডার মোহাম্মদ এরফান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাসাপের সাংগঠনিক সভা