থাইল্যান্ডকে হারিয়ে নিজেদের মাঠে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু এরপর কেবল মালয়েশিয়ার বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিকরা। হেরেছে তিন পরাশক্তি ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার কাছে। ফলে নিজেদের মাঠে এশিয়া কাপের লিগ পর্ব থেকে ছিটকে পড়ার শংকায় পড়েছে স্বাগতিকরা। যদিও গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে থাইল্যান্ড পরাজিত হওয়ায় এখন সম্ভাবনা জিইয়ে থাকল বাংলাদেশের। যদিও ৫ ম্যাচে ২ জয় নিয়ে এখন পাঁচ নম্বরে নিগার সুলতানার দল। অফরদিকে ৬ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে থাইল্যান্ড। এখন নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জিতলেই শেষ চারে চলে যাবে টাইগ্রেসরা। তখন থাইল্যান্ডের সমান ৩ জয় হবে বাংলাদেশের। কিন্তু রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে নিগার সুলতানার দলই। এবারের এশিয়া কাপে খেলতে নামার আগে আরব আমিরাতে বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু এশিয়া কাপে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছেনা। বিশেষ করে এশিয়ার তিন বড় দল ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার বিপক্ষে দাড়াতে পারছেনা বাংলাদেশের নারীরা। যে দুটি জয় পেয়েছে টুর্নামেন্টে নিগার সুলতানার দল সে দুটি দুর্বল থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বিপক্ষে। শ্রীলংকার বিপক্ষেতো ৪২ বলে ৪১ রানের লক্ষ্য পেয়েও জিততে পারেনি বাংলাদেশ দল। অথচ পাকিস্তানের মত দলকে হারিয়ে দিয়েছে থাইল্যান্ডের মেয়েরা। এখন দেখার বিষয় আরব আমিরাতের মেয়েদের হারাতে পারে কিনা বাংলাদেশের মেয়েরা। না হয় খালি হাতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে স্বাগতিক বাংলাদেশ দলকে।