লোহাগাড়ায় প্রজনন মৌসুমে ইলিশ বিক্রি করায় ব্যবসায়ীকে অর্থদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১০ অক্টোবর, ২০২২ at ৮:৪৫ অপরাহ্ণ

লোহাগাড়ায় প্রজনন মৌসুমে ইলিশ মাছ বিক্রি করায় মোস্তাক আহমদ (৫৮) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা সদর বটতলী স্টেশনের মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ৬ কেজি ৯শ গ্রাম ইলিশ মাছ।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, সরকারি নির্দেশনা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ থেকে ২৮ অক্টোবর ‘সারাদেশে ইলিশ মাছ নিষিদ্ধ’। এ সময়ে ইলিশ মাছ আহরণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। অভিযানে ইলিশ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সকল ব্যবসায়ীকে সরকারি নির্দেশনা পালনের জন্য বলা হয়েছে।

জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা, এসআই মোজাম্মেলসহ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধমাসার পরিবারকে হত্যার হুমকি
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে চার শতাধিক অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ