ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।
তিন পরিবর্তন নিয়ে মাঠে নামলেও ফলাফলে কোন পরিবর্তন আনতে পারেনি সাকিবের দল। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ওপেনিংয়ে পরিবর্তন আনে। মিরাজের সাথে শান্তকে দিয়ে ইনিংস ওপেন করালেও সুফল আসেনি। ১২ রানের মাথায় মিরাজ ফিরেছেন ৫ রান করে।
শান্ত খেলছিলেন ভালই। কিন্ত ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ২৯ বলে ৩৩ রান করে। এর আগে লিটন ফিরেছেন ১৬ বলে ১৫ রান করে। আফিফ সাকিবরাও খেলতে পারেননি বড় ইনিংস। আফিফ ফিরেন ২৪ রান করে। আর সাকিবের ব্যাট থেকে আসে ১৬ রান। শেষ দিকে নুরুল হাসান সোহানের ১২ বলে ২৫ রানের উপর ভর করে ১৩৭ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ড ২৪ রানের মাথায় হারায় ওপেনার অ্যালেনকে। ১৬ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে কনওয়ে এবং উইলিয়ামসন মিলে দলকে জয়ের কিনারায় নিয়ে যায়। ৩০ রান করে উইলিয়ামসন আউট হলেও ফিলিপকে নিয়ে দলকে জয় এনে দেন কনওয়ে। তিনি অপরাজিত ছিলেন ৭০ রান করে। ফিলিপ অপরাজিত ছিলেন ২৩ রান করে।