আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে পটিয়া ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার বিকেলে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে এই মতবিনিময় করেন। এই সময় পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চেয়ারম্যানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার সভাপতি চেমন আরা তৈয়ব, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আবদুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দীন মহুরি প্রমুখ। এ সময় আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাসেম, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামুল হক জসিম, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, ভাটিখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বখতিয়ার, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
আনোয়ারা : চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের আনারস মার্কার সমর্থনে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা গতকাল শুক্রবার সকাল ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বক্তব্য রাখেন আনোয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল হক চৌধুরী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফারুক চৌধুরী, এস এম সায়েম, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী, মঞ্জুর মোরশেদ ফিরোজ, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরী, আলমগীর চৌধুরী, দিলওয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান মুণাল ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, ছালামত উল্লাহ চোধুরী শাহিন, চেয়ারম্যান হারুন অর রশিদ ইমন, নোয়াব আলী, শফিউল আজম, হাসান সরোয়ার আজম, তছলিম বিন জহুর, আবদুল কুদ্দুস, একে জাহেদ চৌং, বোরহান আহমেদ, মোহাম্মদ নিজাম উদ্দিন, উম্মে সাজিয়া সুলতানা প্রমুখ।