রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণ দু’বার ফিরিয়ে দিয়েছিলেন রাজপুত্র হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মর্কেল। স্কটল্যান্ডে বালমোরাল এস্টেট, যেখানে রানির শেষ কয়েকমাস কেটেছে, সেখানেই হ্যারিকে আসতে বলেছিলেন এলিজাবেথ। কিন্তু রানির ডাকে সাড়া দেননি তিনি।
বাকিংহাম রাজপ্রাসাদের রাজ পরিবারকে নিয়ে লেখা একটি বইয়ে এমনই লিখেছেন লেখিকা কেটি নিকোল। তিনি এও জানিয়েছেন, হ্যারি মেগানের ওই সিদ্ধান্তে রাজ পরিবারের অনেকেই বিস্মিত হয়েছিলেন। ব্যাপারটাকে ভাল চোখে দেখেনওনি তাঁরা। কিন্তু বর্তমান রাজা চার্লস এবং ডায়নার ছোট ছেলে হ্যারি ততদিনে ঠিক করে ফেলেছিলেন রাজ পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করবেন। কেটি লিখেছেন, হয়তো সেই জন্যই রানির সঙ্গে তাঁদের দেখা যাক চাননি তাঁরা।-আনান্দবাজার