হালদায় নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি

ছেলের খোঁজে বিদেশ থেকে এলেন বাবা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি হালদায় নিখোঁজ হওয়া শিক্ষার্থী মোহাম্মদ আনাসের (১৪)। তবুও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডুবুরি দলের তল্লাশী কাজের সাথে থাকা হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল ইসলাম। তিনি জানান, গতকাল শুক্রবার ভোর থেকে বিকাল তিনটা পর্যন্ত হালদায় তল্লাশী চালিয়েছে নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৪ সদস্যের ডুবুরি দল। উল্লেখ্য, হালদা পাড়ে ফুটবল খেলার সময় বল নদীতে পড়ে গেলে সেটি আনতে গিয়ে তলিয়ে যায় মাদ্রাসা শিক্ষার্থী আনাস। গত বৃহস্পতিবার বিকালে গড়দুয়ারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চেংখালী খালের মুখস্থ স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুলা মিঞা সওদাগর বাড়ির প্রবাসী মোহাম্মদ আবু তাহেরের ছেলে।
নিখোঁজ আনাস পৌরসভার পূর্ব দেওয়ান নগরের ১১ মাইল এলাকার শাহ অলিউল্লাহ ইনস্টিটিউট নামে একটি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। সে তার মায়ের সাথে উক্ত এলাকার নানাদের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার পর থেকে হাটহাজারী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহাজাহান। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি শুরু করে, সন্ধ্যা সাড়ে সাতটায় তল্লাশি অভিযান স্থগিত করে। এদিকে একমাত্র ছেলের নিখোঁজের খবর পেয়ে তার প্রবাসী পিতা আবু তাহের দেশে ফিরেছেন। ছেলের খোঁজে গিয়েছেন হালদা পাড়ে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের উদ্ধার কাজ চলাকালে তাকে নদীর পাড়ে বসে থাকতে দেখা গেছে। এছাড়া শিক্ষার্থী আনাসের মা পুত্র শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।

পূর্ববর্তী নিবন্ধলতিরাজে স্বাবলম্বী শতাধিক কৃষক
পরবর্তী নিবন্ধচাঁদে উদ্ভিদ জন্মানোর চেষ্টা!