আমিতো মাত্র দুজনকে বিয়ে করেছি : শাকিব খান

| শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

তিনি বলেছেন, আমি শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দু’জনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে, সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কী মুখ বন্ধ করে রাখত? তিনি আরও বলেছেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না। সুন্দর সংসার, আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয়, কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নায়ক শাকিব খান। খবর বাংলানিউজের।
অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বুবলীর সঙ্গে শাকিব খানের নাম জড়িয়ে নানা কথা শোনা য়ায়। তাদের বিয়ে ও সন্তানের প্রসঙ্গও উঠে আসে বারবার। তবে তা এতোদিন গুঞ্জন হিসেবেই আলোচনায় ছিল। অবশেষে সমপ্রতি তিনি স্বীকার করে নিয়েছেন বুবলীর সঙ্গে বিয়ে হয়েছে এবং শেহজাদ খান বীর তারই ছেলে। এরপর থেকেই আলোচনায় ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

পূর্ববর্তী নিবন্ধমনের মাঝে নাম লিখতে বললেন শিপন-মাহি!
পরবর্তী নিবন্ধপদ্ম পাড়ে একমঞ্চে তারা