দেখা দিলেন রওশন; চুন্নু বললেন, এই কাউন্সিল জাপার নয়

| শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির কাউন্সিল ডাকার পর তার প্রস্তুতির এক সংবাদ সম্মেলনে দেখা দিলেন চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা রওশন এরশাদ। গতকাল বৃহস্পতিবারের এই সভায় পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, জাতীয় পার্টি ঠিকমতো পরিচালিত হচ্ছে না বলে তাকে জাতীয় কাউন্সিল ডাকতে হয়েছে। দুপুরে ঢাকার বিজয় নগরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলনে ছিলেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশনের রাজনৈতিক সচিব গোলাম মসীহ। খবর বিডিনিউজের।
ভিডিও বার্তায় রওশন বলেন, বেশ কয়েকটি কারণে আগামী ২৬ নভেম্বর কাউন্সিল ডেকেছেন তিনি। বিশেষ করে কিছু কিছু লোক গত কাউন্সিলে আমাদের গঠনতন্ত্রকে পরিবর্তন করে দিয়েছে, যেখানে যার যত ক্ষমতা ছিল তা খর্ব করে দেওয়া হয়েছে। অনেক জায়গাতে সংশোধন করে নতুন করে গঠনতন্ত্রে আনা হয়েছে, এটা ঠিক হয় নাই।
এই কাউন্সিল নিয়ে বৃহস্পতিবার রওশনের উল্টো বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির কোনো কাউন্সিল নেই, কেউ ডাকলেও এর সঙ্গে দলের সম্পর্ক নেই। কে বা কারা কাউন্সিল ডাকে সেটাও জানি না। জাতীয় পার্টির নামে আরও বহু দল আছে। তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের বর্তমান চেয়ারম্যান বা কো-চেয়ারম্যানের পক্ষ থেকে একটি লোকও কোথাও জানায়নি। রওশন এরশাদ জাতীয় পার্টির কাউন্সিল দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জাতীয় পার্টির মহাসচিব, আমার জানা মতে কোনো কাউন্সিল নাই। কে কোন কাউন্সিল করলো, এটা নিয়ে আমার কোনো বক্তব্যও নাই, সম্পর্কও নাই।
অন্যদিকে সংবাদ সম্মেলনে প্রচার করা ভিডিও বার্তায় রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেবের মৃত্যুর পরে পার্টিটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে, এখন আমার মনে হয় পার্টিটা ঠিকমত পরিচালিত হচ্ছে না। সেজন্য পার্টিটাকে শক্তভাবে দাঁড় করাতে হবে। আমার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আছে, তাদের সঙ্গে আমি কথা বলছি। যাদের সঙ্গে কুশল বিনিময় করছি তাদের সঙ্গে আমি টেলিফোনে সব সময় যোগাযোগ করি এবং চিঠিপত্রের মারফতে যোগাযোগ করি।
তিনি বলেন, আমাদের দলের বেশিরভাগের লোকেরই বয়স হয়েছে, নতুন প্রজন্মকে অবশ্যই আনতে হবে। যারা সরকারি কর্মকর্তা আছেন, রিটায়ার্ড করেছেন তাদেরকেও আনতে হবে। বেসামরিক কর্মকর্তা আছেন তাদের আনতে হবে, তাদেরকে আনার জন্য সাদর আমন্ত্রণ জানাতে হবে, আহ্বান জানাতে হবে।
আগামী কাউন্সিলে নেতাকর্মীদের সমর্থন নিয়েই আসছেন দাবি করে রওশন বলেন, আগামী ইলেকশনে (কাউন্সিল) আমি অবশ্যই নেতাকর্মীদের ম্যান্ডেট নিচ্ছি। যারা জাতীয় পার্টির পতাকা তলে আসার জন্য ব্যস্ত, যারা পার্টি থেকে বহিষ্কার হয়ে গেছেন, যারা নিষ্ক্রিয় হয়ে গেছে তারা সক্রিয় হচ্ছেন। এখন আবার জাতীয় পার্টি করার জন্য উদগ্রীব হয়ে আছে। দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন রওশন এখন অনেকটা সুস্থ আছেন বলেও ভিডিও বার্তায় জানান।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
পরবর্তী নিবন্ধআর সময় দেওয়া যায় না : ফখরুল