হালদা নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আনাস (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার গড়দুয়ারা স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। নিখোঁজ আনাস গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী দুলা মিঞা সওদাগরের বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী পৌরসভার পূর্ব দেওয়ান নগরীর ১১ মাইল এলাকার শাহ অলি উল্লাহ (রহঃ) ইসলামী মাদ্রাসার অষ্টম জামাতের ছাত্র। আনাস মায়ের সাথে ১১ মাইল এলাকায় ভাড়া বাসায় থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনাস ও তার দুই বন্ধুসহ স্থানীয় ছেলেরা ফুটবল খেলে হালদা নদীতে গোসল করতে নেমেছিল। আনাস তখন পানির স্রোতে পড়ে নদীতে নিখোঁজ হয়ে যায়। এসময় তার অন্যান্য বন্ধুরা পানি থেকে উঠে যায়। এ বিষয়ে শাহ অলি উল্লাহ (রহঃ) ইসলামী মাদ্রাসার পরিচালক সফিউল্লাহ বলেন, আনাস অনাবাসিক ছাত্র। গতকাল মাদ্রাসা ছুটির পর সে বাসায় চলে যায়। তারপর কি হলো আমি জানি না।












