নগরীর পাহাড়তলী এলাকায় ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনের দুই চালক আহত হয়েছেন। এতে ইঞ্জিনের সামনের কাচ ভেঙে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পাহাড়তলীর কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রেনচালক (লোকোমাস্টার) মুন্সী মোহাম্মদ রাসেল এবং সহকারী চালক সুমন কুমার শীল। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম আজাদীকে বলেন, চট্টগ্রাম থেকে ট্রেনটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রেনটি পাহাড়তলী স্টেশন অতিক্রম করার সময় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে লোকো নম্বর ২৭০৬-এর সামনের গ্লাস (এলএম সাইটের) সম্পূর্ণ ভেঙে ক্যাব রূমে প্রবেশ করে। এ ঘটনায় ট্রেন চালক আহত হয়েছেন।












