মহানগর আওয়ামী লীগের অফিস সহকারী আমির হোসেন হাওলাদারের স্ত্রী বেগম রুবি আক্তার (৪০) গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় নগরীর একটি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজেউন)। তিনি স্বামী, ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গতকাল বাদ জোহর পশ্চিম ফিরোজশাহ আবাসিক এলাকায় জামে মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর কুমিরার বড় মসজিদ প্রাঙ্গনে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে আমির হাওলাদারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন চৌধুরী এবং শ্রমিক লীগ নেতা আবুল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।