মুন্সী আবদুল করিম স্মরণে সাহিত্য পাঠচক্রের আলোচনা সভা

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলা সাহিত্যের অমর দিকপাল, মুন্সী আবদুল করিম সাহিত্য বিশারদের ৬৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা গত মঙ্গলবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা কৃষকলীগের সহ সভাপতি সৈয়দ নুরুল আবছার, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, স্বপন সেন, কবি আসিফ ইকবাল, ছাত্রনেতা মঞ্জুর আলম, সবুজ চৌধুরী রকি, মো. সাজ্জাদ প্রমুখ। সভায় বক্তরা বলেন, লেখক ও গবেষক এই মনীষী সারা জীবন ধরে বহু প্রাচীন বাংলাপুঁথি সংগ্রহ করেছেন। হিন্দু কবিদের লেখা বহু পুঁথি উদ্ধার করেছেন। সেগুলি রাজশাহীর বারেন্দ্র মিউজিয়ামে সংরক্ষিত আছে। সাহিত্য বিশারদ উপাধি চট্টল ধর্মমণ্ডলী থেকে পাওয়া। বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার সংগৃহীত পুঁথির বিবরণ প্রকাশ করেছেন। হরপ্রসাদ শাস্ত্রীর মন্তব্য ছিল, তার সম্পাদনা ও কুশলতা বাংলা তথা ভারতে দুর্লভ। মনে হয়, কোনো জার্মান সম্পাদকের কাজ। পুঁথি সংগ্রহ ও সম্পাদনা ছাড়া লিখেছেন নানা বিষয়ে প্রবন্ধ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির মাস সেরা পুরস্কারে মনোনীত বাংলাদেশের নিগার
পরবর্তী নিবন্ধশিশুদের সাথে সিএমপি কমিশনারের বিজয়ার শুভেচ্ছা বিনিময়