বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার উদ্যোগে আগামী শুক্রবার সকাল ৮টায় নগরীর টাইগার পাস মোড় হতে জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দান পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ)’ জুলুস রওনা হবে। জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে আলোচনা সভা, মিলাদ কিয়াম ও আখেরী মুনাজাতের মধ্য দিয়ে জুলুস সমাপ্তি করা হবে। এতে সদারত করবেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কো চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর (ম.জি.আ.)। উপস্থিত থাকবেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী, এডভোকেট আবু নাসের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, শিক্ষাবিদ আবু তৈয়ব আশরাফী, মাওলানা কাজি জসিম উদ্দীন প্রমুখ। জশনে জুলুস নবী প্রেমিক সুন্নী মুসলিম জনতার উপস্থিতি কামনা করেছেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এইচ এম মুজিবুল হক শাকুর। জুলুস সফল করার লক্ষে এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে গতকাল বুধবার বিকাল ৪টায় এক প্রস্তুতি সভা চেরাগী পাহাড় মোমিন রোডস্থ সালমা ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য স ম হামেদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দীন তৈয়বী। সৈয়দ হাফেজ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, জামাল উদ্দীন আহমেদ, মাওলানা স ম শহিদুল হক ফারুকী, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা মুহাম্মদ মাইনুদ্দীন চৌধুরী হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।