চট্টগ্রামের হাটহাজারী থেকে অপহরণের শিকার ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। পাশাপাশি অপহরণের সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন বাঁশখালী থানাধীন চনুয়া এলাকার রেজাউল করিম, তার স্ত্রী সাবিহা সুলতানা ও তাদের ছেলে মো. মোদাসসির। গত মঙ্গলবার নগরীর পতেঙ্গার নাজিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ভিকটিম কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। মাদ্রাসায় যাওয়া আসার সময় গ্রেপ্তারকৃত মো. মোদাসসির তাকে বিরক্ত করে আসছেন, প্রেমের প্রস্তাবও দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ির উঠান থেকে কয়েকজনের সহযোগীতায় কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে গ্রেপ্তার এড়াতে কঙবাজারের পেকুয়া এবং চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জড়িতরা আত্মগোপন করেন। র্যাব আরো জানায়, অপহরণ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলাও দায়ের করা হয়। এ জন্য গ্রেপ্তারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।