আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় হুজুর কেবলা আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, মুর্শিদে বরহক, হাদীয়ে দ্বীন ও মিল্লাত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.) এর নেতৃত্বে ও সফরসঙ্গীদ্বয় আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) এবং সাহেবজাদা আওলাদে রাসূল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ.)’র অংশগ্রহণে আজ বৃহস্পতিবার ঢাকায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলছে বের করা হবে। মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা হতে সকাল ১০টায় শুরু হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ময়দানে প্রত্যাবর্তন, বেলা ১২টায় জমায়েত, মাহফিল এবং শেষে নামাজে যোহর ও দোয়া অনুষ্ঠিত হবে। হুজুর কেবলার ইমামতিতে নামাজে আছর, মাগরিব ও এশা মোহাম্মদপুরস্থ খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হবে।
অপরদিকে হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.) তাঁর সফরসঙ্গীদ্বয় আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) ও সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ.) গতকাল বুধবার কাতার এয়ারওয়েজযোগে হযরত শাহ্ জালাল (রহ.)
আন্তর্জাতিক বিমান বন্দরে সন্ধ্যা ৬-১৫ মিনিটে আগমন করেন। হুজুর কেবলাবৃন্দকে হযরত শাহ্ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ও ঢাকা মোহাম্মদপুরস্থ খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ফুলেল সংবর্ধনা জ্ঞাপন করেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ মাহাবুবুল আলম, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, আনজুমান ট্রাস্টের সদস্য মোহাম্মদ কমরুদ্দিন সবুর, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, আশেক রসুল খান বাবু প্রমুখ।
এছাড়াও, আগামীকাল শুক্রবার হুজুর কেবলায়ে আলমের খেতাবতে নামাজে জুমা মোহাম্মদপুরস্থ মসজিদ-এ-তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে এবং হুজুর কেবলায়ে আলম ও তাঁর সফরসঙ্গীদ্বয় রাত ৮-৪৫ মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হবেন এবং ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিতব্য পবিত্র গেয়ারভী শরীফে অংশ নেবেন।
আল্ল্ল্ল্লাহ-রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তষ্টি অর্জণের লক্ষ্যে জশ্নে জুলুছে ও নামাজে জুমাসহ অন্যান্য নামাজে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানদের অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।