খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

| বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৯:১০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দীঘিনালা জোনের আয়োজনে খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে বাবুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। সেনাবাহিনীর মানব কল্যাণ কাজের অংশ হিসেবে শতাধিক চক্ষু রোগী ও ৫ শতাধিক সাধারণ রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ অনেক সময় অর্থনৈতিক অসচ্ছলতা, যোগাযোগের অপ্রতুলতা প্রভৃতি কারণে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারে না। দিনের পর দিন চক্ষু রোগের অসুস্থতা নিয়ে কাটাতে হয়। ওই সকল সুবিধাবঞ্চিত মানুষ জন্য এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো. জাহিদ হাসান ও বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ব্যারিস্টার আনিস
পরবর্তী নিবন্ধরাউজানে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জুলুস