ধর্মীয় অনুষ্ঠান পালনে ভয় পাওয়ার কিছু নেই

চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, এদেশে কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান হলেও আমরা সবাই বাঙালি। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। সুতরাং ধর্মীয় অনুষ্ঠান পালনে কোনো বাধা কিংবা ভয় পাওয়ার কোনো অবকাশ নেই। প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, অতীতের মতো চন্দনাইশে অত্যন্ত সুন্দর ও সোহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে। সার্বিক নিরাপত্তার জন্য প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার সদস্য দায়িত্ব পালন করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
তিনি গত সোমবার রাতে চন্দনাইশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে একথা বলেন। এসময় সাথে ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, বলরাম চক্রবর্ত্তী, কৃষ্ণ চক্রবর্ত্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন আক্তার, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, অরূপ রতন চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বশির উদ্দিন খান মুরাদ, মো. মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগ নেতা নবাব আলী, তুষার সিংহ হাজারী, কল্লোল সেন, বিষ্ণু যশা চক্রবর্ত্তী, অনুপম চক্রবর্ত্তী, ভব শংকর ধর, সত্যপদ তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক এএসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, সাই লে ইসলাম, মো. সোলাইমান, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা
পরবর্তী নিবন্ধঘাসফুল পরাণ রহমান স্কুলে কন্যাশিশু দিবস উদযাপন