রাঙ্গুনিয়ায় যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

মাছ ধরতে গিয়ে হামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে হামলায় মো. শহীদুল্লাহ (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গত সোমবার রাতে নিহতের পিতা মো. ফজল করিম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় তিনজনের নাম উল্লেখ করে তাদের আসামি করা হয়। তারা হলেন কোদালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডংয়ের মুখ এলাকার শাহ আলমের ছেলে মো. মনির (৩৫), তার বড় ভাই মো. নাছের (৪২) এবং কোদালা ধোপাঘাট জান মোহাম্মদ বাড়ির ছৈয়দ আলমের ছেলে আবদুল মান্নান (৩৫)। অন্যদিকে নিহত শহীদুল্লাহর বাড়ি কোদালা ইউনিয়নের ধোপাঘাট সিকদার বাড়ি এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা যায়।
মামলার বিবরণে নিহতের পিতা ফজল করিম উল্লেখ করেন, শহিদুল্লাহ গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তার ৭ বন্ধুর সাথে মাছ ধরতে কর্ণফুলী নদীতে যায়। তারা কোদাল ধোপাঘাট ব্রিকফিল্ড এলাকায় রাত ২টার দিকে মাছ ধরতে নামে। এসময় মনি, নাছের ও আবদুল মান্নানসহ ৭/৮ জন তাদের উপর ইটের টুকরো, লাঠি-সোঁটা ও কিরিচ দিয়ে অতর্কিত হামলা করে। এসময় বাকিরা পালিয়ে যেতে পারলেও পালাতে পারেননি শহীদুল্লাহ। হামলাকারীরা শহীদুল্লাহকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে নদীতে ফেলে দিয়ে চলে যায়। এদিকে ছেলে বাড়ি না ফেরায় পরদিন থানায় নিখোঁজ ডায়েরি করেন বৃদ্ধ ফজল করিম। ছেলেকে খোঁজাখুঁজির এক পর্যায়ে গত ১ অক্টোবর ভোর ৭টায় শিলক ইউনিয়নের ভান্ডারির স’মিল ঘাটে লাশটি ভেসে ওঠার সংবাদ পান তিনি। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে একইদিন বিকালে শহিদুল্লাহর লাশ দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ বাড়ি দরবারে জশনে জুলুস
পরবর্তী নিবন্ধধর্মীয় অনুষ্ঠান পালনে ভয় পাওয়ার কিছু নেই