এলো শরৎ বাবু

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

শুভ্র মেঘের
আহ্বানে নদীর পাড়ে, সাথে-
হাওয়ায় দুলে কাশফুলেরা থাকলে পাহারাতে-
শরৎ বাবুর চিঠি আসে মায়ের হাতে হাতে।

ঢেউ দীঘিতে
কাটলে সাঁতার হাসেরা সব মিলে,
মেঘের ভেলা চললে ভেসে দূরের আকাশ নীলে-
শরৎ বাবুর মন মজে সুর রঙেরই মিছিলে।

ধানের ক্ষেতে
সজীবতার ছড়ালে রূপ রাশি,
ভিজলে মেঘ ও রোদের ছায়ায় সরল মনের চাষী-
শরৎ বাবুর মুখে অতুল অরূপ রূপের হাসি।

ভাদর মেয়ে আশিন মেয়ে হাতেই রেখে হাত
এলো শরৎ বাবু তাকে জানাই সুপ্রভাত।

পূর্ববর্তী নিবন্ধশরৎকাল
পরবর্তী নিবন্ধখোলা হাওয়ার গান