শরৎকাল

অনিন্দ্য আনিস | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

শরৎ এলো কাশের বনে
মিষ্টি হেসে হেসে;
শীতল হাওয়ায় দুলে কাশে
নদীর কিনার ঘেঁষে।

বৃষ্টি নামে ফিসফিসিয়ে
ক্লান্ত হলেই রোদ
এই না দেখে আকাশখানি
প্রকাশ করে ক্রোধ।

শিউলি ফুলের মাতাল ঘ্রাণে
মন বসে না ঘরে;
দরজা খুলে যাই ছুটে যাই
মায়ের অগোচরে।

কী অপরূপ দেখতে লাগে
গাছে গাছে তাল;
প্রকৃতিকে সাজিয়ে দেয়
প্রিয় শরৎকাল।

পূর্ববর্তী নিবন্ধশরতের রঙ
পরবর্তী নিবন্ধএলো শরৎ বাবু