নারী এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর এবারের আসরটাও শুরু হয়েছিল সালমাদের দারুনভাবে। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েছিল ৯ উইকেটের বড় ব্যবধানে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে ছন্দ পতন। এই ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে টাইগ্রেসরা সেই একই ব্যবধানে। আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারের পর দুদিনের বিরতি পেয়েছে বাংলাদেশ দল। প্রথম দিন হোটেলেই বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। সিলেট স্টেডিয়ামে এসে হেড কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন তিনি। সবাই উপলব্ধি করেছে, সামনে এগিয়ে যেতে হলে জিততে হবে বড় দলের বিপক্ষে। ইমন বলেন, সবাই ভালো অবস্থায় আছে। ওরাও উপলব্ধি করেছে, সামনে এগোতে পারফর্ম করার বিকল্প নেই। নতুন, অভিজ্ঞ সবাই জানে আমাদের প্রতিদ্বন্দ্বীতা করতে হবে শক্তিশালী দল গুলোর বিপক্ষে। থাইল্যান্ড, মালয়েশিয়া, আরব আমিরাতের সঙ্গে জিতলে হবে না। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে।
তিনি বলেন হারতো হারই। সেটা বড় হোক বা ছোট। এখন আমাদের প্রয়োজন হচ্ছে মোটিভেট করা। টিমকে রিদমে আনা। আমরা এই চেষ্টা করছি। আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। সিনিয়রদের সঙ্গে আলাদা করে বসেছি। জুনিয়রদেরও তাদের দায়িত্বশীলতার কথা বলেছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ইমন বলেন আসলে দিনটাই আমাদের খারাপ ছিল। কোনো অযুহাত এখানে দাড় করানো যাবে না। আমাদের পুরো ব্যাটিং অর্ডারের আউটের ধরন দেখলে বুঝা যাবে আমাদের ব্যাটারদের শট নির্বাচনে ভুল ছিল। বলা যায় আমরা সেদিন ভুল ক্রিকেট খেলেছি। তবে এখন আর সে ভুল করা যাবেনা। কারন এখন ভুল করলে বিদায় নিতে হবে। তবে এটা ঠিক যে আমাদের বড় দল গুলোর বিপক্ষে জেতার অভ্যাস করতে হবে। না হয় আমরা পিছিয়ে থাকব।