প্রকাশ হলো রন্টি দাসের ‘আপন হাতে’

| বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:৪৪ পূর্বাহ্ণ

পূজা উৎসব উপলক্ষে প্রকাশ হলো রন্টি দাসের গান ‘আপন হাতে’। এ গানে কণ্ঠ প্রদানের পাশাপাশি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী নিজেই। গানের কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীতপরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
গান প্রসঙ্গে রন্টি দাস বলেন, উৎসবের সময়ে শ্রোতারা নতুন গানের অপেক্ষায় থাকেন। খবর বাংলানিউজের।
আমার গানটির কথা ও সুর শ্রোতাদের মনে দাগ কাটবে। এখন আর আগের মতো অনেকগুলো গান একসঙ্গে প্রকাশ হয় না। তাই যে গানটি করি সেটির কথা ও সুর সব মনের মতো হলেই করছি। জানা যায়, ‘আপন হাতে’ গানটি রঙ্গন মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছরের প্রথম সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’
পরবর্তী নিবন্ধমুক্তি পাচ্ছে জয়ার ‘পেয়ারার সুবাস’