তুমব্রু সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ২ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

বান্দরবানের তুমব্রু সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ২ জন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আটক দুজনকে বিজিবির কাছে হস্থান্তর করেছে জনপ্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার দুপুরে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩১ নম্বর পিলারের পাশ্ববর্তী ঢেকিবনিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ২ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে তুমব্রু বাজারে ঘুরাফেরা করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এ সময় ইউনিয়ন চেয়ারম্যান আটকদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ৩৪ বিজিবি নিয়ন্ত্রিত তুমব্রু বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। আটক রোহিঙ্গারা হলেন- মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকার মধু বড়ুয়ার ছেলে স্বদেশ বড়ুয়া এবং নিরঞ্জন বড়ুয়ার ছেলে রিতু বড়ুয়া। কিন্তু এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুজন রোহিঙ্গাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করে দেখছে।
এদিকে মঙ্গলবার সকালেও তুমব্রু এবং বাইশফাড়ি সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় ৩টি মর্টারশেল গোলা বিস্ফোরণের শব্দে কেপে উঠেছিল ঘুমধুম সীমান্ত। পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিজয়া দশমী আজ মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিকালে বিসর্জন