লোহাগাড়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় গৃহবধূকে ধর্ষণ মামলার পলাতক আসামি জালাল উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চুনতি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জালাল উদ্দিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়ার মৃত নুর আহমদের পুত্র।
গত ২৯ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনায় ২ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলায় করেন ভুক্তভোগী গৃহবধূ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৩ সন্তানের জননী। স্বামী চট্টগ্রাম শহরের একটি দোকানে কাজ করেন।ভিকটিম সন্তানদের নিয়ে লোহাগাড়ার বড়হাতিয়া এলাকায় বসবাস করেন। গত ২৫ সেপ্টেম্বর ভিকটিম ও তার ভাসুরের মেয়ে বড়হাতিয়া মনুফকির হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে মো. কায়সার (৩৫) ও জালাল উদ্দিন (৩২) রিকশা আটকিয়ে তাদেরকে জোরপূর্বক একটি পরিত্যাক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ধর্ষণকারীরা বিষয়টি কাউকে না জানাতে বলে ২০ হাজার টাকা দাবি করে। এছাড়া মোবাইলে ধারণকৃত ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দিবে বলেও হুমকি দেয়।
র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জালাল উদ্দিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে মামলার অপর আসামি একই এলাকার মো. আলীর পুত্র মো. কায়সারকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধ১২ অক্টোবর লক্ষ জনতার সমাবেশ হবে চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধতুমব্রু সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ২ রোহিঙ্গা যুবক আটক