আগামী ১২ অক্টোবর অনুষ্ঠেয় চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ থেকে সরকার পতনের ঘণ্টা বেজে উঠবে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে লক্ষ জনতার সমাবেশ হবে চট্টগ্রামে।
নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে গতকাল গণসমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন ও সহ-গ্রাম বিষয়ক সম্পাদক মো. বেলাল আহমেদ। সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
মোহাম্মদ শাহজাহান বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে নতুন আরেকটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে শুরু করেছে সরকার। ইতোমধ্যে দলের যেসব নেতাকর্মীর নামে হয়রানিমূলক রাজনৈতিক মামলা দেওয়া হয়েছিল, এখন সেই মামলাগুলোতে গ্রেপ্তার করা শুরু করেছে।
মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, গণসমাবেশ ঠেকাতে সরকার নানামুখী চক্রান্ত শুরু করছে। কারণ সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। এতেই আতঙ্কিত সরকার। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যতই চক্রান্তের জাল ফেলা হোক না কেন, সরকারের পতন ঠেকানো যাবে না।
মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রামে যে সমাবেশ হবে তা হবে সারা দেশের জন্য অনুকরণীয়। অরাজকতা, লোডশেডিং ও লুটপাটের বিরুদ্ধে গণসমাবেশ সফল করে চট্টগ্রামের জনগণ তার সমুচিত জবাব দেবে। ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। ২০১৪ ও ২০১৮-এর জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনই তার প্রমাণ। তাই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে চট্টগ্রামের সমাবেশকে সরকার পতনের স্লোগানে মুখরিত করে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, জয়নাল আবেদীন জিয়া, অ্যাডভোকেট মফিজুল ভূঁইয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, নাজিম উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, মন্জুর আলম চৌধুরী মন্জু, গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, মো. কামরুল ইসলাম, শেখ নূর উল্লাহ বাহার, মোশাররফ হোসেন দিপ্তী, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী প্রমুখ।