বিশ্ব প্রাণী দিবসে নগরীর কুকুর বিড়ালের পাশে লাইফ ফর লাইফ

| বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে ‘লাইফ ফর লাইফ’র উদ্যোগে কুকুর বিড়ালদের খাওয়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল রাত ১২টা থেকে চট্টগ্রাম নগরীর ৩০০ কুকুর বিড়ালকে খাবার দিয়েছে সংগঠনটি। লাইফ ফর লাইফের সভাপতি আনিস ওয়ারেসি, সমন্বয়ক ডা. মহিউদ্দিন মাসুম এবং স্বেচ্ছাসেবীরা মিলে নগরীর বাকলিয়া, চকবাজার মোড়, কাজীর দেউড়ি, দুই নম্বর গেইট, ষোলশহরসহ ৭টি স্পটে এ খাবার প্রদান করেন। লাইফ ফর লাইফের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহিম।
কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের চারপাশে জল-স্থলে যেসব প্রাণী বাস করে, তারা আমাদের কত কাজে লাগে তা আমরা সাধারণ চোখে বুঝতে পারি না। অথচ অবৈধ শিকারীদের কারণে নিরীহ এসব প্রাণীর জীবন সংকটের দিকে। মানুষের দখল নীতির কারণে তাদের বাসস্থানেও থাবা দিয়েছি আমরা। এর ফলে জীববৈচিত্র্য নষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এতে সামনের দিনে মানুষের টিকে থাকা দায় হবে। আসুন, জীবের সাম্যাবস্থা রক্ষায় অহেতুক প্রাণী নিধন রোধ করি। স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ ফর লাইফ বৈশ্বিক উষ্ণতা, অভিযোজন সমস্যা ও বাস্তু সংকটের এই সময়ে প্রাণী রক্ষায় সচেষ্ট হতে সকলকে আহ্বান জানায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারও ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত দেবেন না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকর্ণফুলী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার