সন্তানকে প্রকাশ্যে এনে তুমুল আলোচনায় আসা চিত্রনায়িকা শবনম বুবলী ছেলের ছবির পর এবার স্বামী শাকিব খানের সঙ্গে কিছু ছবি প্রকাশ করলেন। গতকাল সোমবার ফেসবুকে ছবিগুলো প্রকাশ করলেও এগুলো বেশ আগের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তোলা। খবর বিডিনিউজের।
ছবির সঙ্গে বুবলী জানালেন, ২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয় এবং ২০২০ সালের ২১ মার্চ সন্তানের মা হন তিনি। বুবলী লিখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিয়ের তারিখ এবং অন্যটি আমাদের সন্তানের জন্ম তারিখ।
শাকিব-বুবলীর এই ছবিতে দেখা যায়নি তাদের ছেলে বীরকে। তিনজন এক ফ্রেমে, এমন কোনো ছবিও এখনও প্রকাশ্যে আনেননি শাকিব-বুবলী কেউই।
দুই বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়ে কয়েক মাস সেখানে ছিলেন বুবলী; এখন স্পষ্ট তার সন্তানের জন্ম তখনই হয়েছিল। বাংলাদেশে হালের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের আগের সন্তানের ক্ষেত্রেও তেমনই ঘটেছিল। কয়েক মাসের অজ্ঞাতবাস থেকে সন্তানসহ ফিরে ২০১৭ সালের এপ্রিলে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছিলেন, তার সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে এবং এই ছেলে তাদেরই। তার আগের বছরই শাকিবের সঙ্গে সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে এক সময়ের সংবাদ পাঠিকা বুবলীর। বুবলীর সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জনের মধ্যেই অপু সন্তানকে প্রকাশ্যে আনেন। শাকিব প্রথমে স্বীকার না করলেও পরে স্ত্রী-সন্তানকে স্বীকার করে নেন। তবে বছরখানেকের মধ্যেই তাদের বিয়ে ভেঙে যায়। তাদের ছেলে আব্রাম খান জয় এখন মূলত মা অপুর সঙ্গেই থাকছেন।
সম্প্রতি শাকিবের সঙ্গে আরেক চিত্রনায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনের মধ্যে বুবলী তার সন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনলেন। দেশে শাকিব ও বুবলী দুজনে সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও গণমাধ্যমের সামনে আসছেন না দুজনের কেউই। ফেসবুকেই একের পর এক জানাচ্ছেন নতুন তথ্য।