চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ২৭ জন ডেঙ্গু আক্রান্ত

| সোমবার , ৩ অক্টোবর, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। তবে এদিন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। এই নিয়ে চলতি বছর চট্টগ্রামে মোট ৬৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ২৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ জন। খবর বাসসের।
তাদের মধ্যে ১২ জনের সরকারি হাসপাতালে এবং ১৫ জনের বেসরকারি হাসপালে ডেঙ্গু ধরা পড়ে। এর আগে গতকাল ৩৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে মোট ৫ জন মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধকরদাতাদের সঙ্গে ভালো আচরণ করুন
পরবর্তী নিবন্ধর‌্যাব সংস্কারের মধ্যেই আছে : স্বরাষ্ট্রমন্ত্রী