রাঙ্গুনিয়ায় বাস-চাঁদের গাড়ি সংঘর্ষে নিহত ১, আহত ১০

চন্দনাইশে কাভার্ডভ্যানের চাপায় বাইক আরোহীর মৃত্যু

আজাদী ডেস্ক | সোমবার , ৩ অক্টোবর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া ও চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল রোববার রাঙ্গুনিয়ায় ও গত শনিবার চন্দনাইশে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন জেসাউ প্রু মারমা (২৫) ও হুমায়ুন উদ্দিন (৩৬)। এদের মধ্যে জেসাউ রাঙ্গুনিয়ায় বাস ও চাঁদের গাড়ির সংঘর্ষে নিহত হয়। হুমায়ুন উদ্দিন চন্দনাইশে কাভার্ডভ্যানের চাপায় মারা যান।
রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় বাস ও চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি পাইন-বাগান সংলগ্ন কাশখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসাউ প্রু মারমা দুর্ঘটনা কবলিত চাঁদের গাড়ির হেলপার এবং রাঙামাটি জেলার কাউখালী থানার মাঝের পাড়া এলাকার বাসিন্দা। চালকের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। আহতদের পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আশেপাশের হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, মুন্সিগঞ্জ থেকে আসা পর্যটক দল শ্যামলী পরিবহনের একটি বাসে করে রাঙামাটি থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে রাঙ্গুনিয়ার রাণীরহাটের কাছাকাছি ঠান্ডাছড়ি পাইন বাগান এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদের গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে হেলপার জেসাউকে মৃত ঘোষণা করা হয়। চালককে চমেকে প্রেরণ করা হয়। অন্যদিকে বাসের ১০ জনের অধিক যাত্রী আহত হন। তাদেরও আশেপাশের হাসপাতালে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে কাভার্ডভ্যানের চাকায় চাপা পড়ে হুমায়ুন উদ্দিন নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে ৪টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডে চাকুরি করে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বড়পাড়া দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন হুমায়ুন। এ সময় মহাসড়কে সিএনজিটি থামালে সিএনজিকে ওভারটেক করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুন কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালী এলাকার নুর হোসেনের পুত্র।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমদ বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউদ্বোধনের অপেক্ষায় দীর্ঘ প্রতীক্ষার কালারপোল সেতু
পরবর্তী নিবন্ধপশ্চিম তীর, পূর্ব জেরুজালেমে চলতি বছরই নিহত অন্তত ১০০ ফিলিস্তিনি