কক্সবাজারে তিন পদে ৪৮ প্রার্থীর বিরামহীন প্রচারণা

জেলা পরিষদ নির্বাচন

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান এবং সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে জেলাজুড়ে। তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের মন জয়ের জন্য দ্বারে দ্বারে যাচ্ছেন। আবার অনেক প্রার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যদের নিয়ে আলাদাভাবে মতবিনিময় সভাও করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন পদে যথাক্রমে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১১ জন নারী এবং ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩৩ জনসহ সর্বমোট ৪৮ জন প্রার্থী জেলার ৭১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার (সদস্য), ৮ উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এবং চারটি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মন জয়ে চেষ্টার ত্রুটি রাখছেন না।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী গত সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে আনুষ্ঠানিক প্রচারণা নেমেছেন প্রার্থীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব প্রচারণা অব্যাহতভাবে চলে আসছে তফসিল ঘোষণার পর থেকে। জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সর্বমোট ৯৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী জেলা পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন।
রিটার্নিং কর্মকর্তা কঙবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে জেলার ৯টি ভোট কেন্দ্র প্রস্তুতির কাজ চূড়ান্ত করা হয়েছে।
এদিকে নির্বাচনে সাধারণ ওয়ার্ড (৬ নম্বর) চকরিয়া উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আবু তৈয়ব। কিন্তু তার দাখিলকৃত হলফনামায় বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে তৈয়বের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন। শুনানি শেষে আবু তৈয়বের প্রার্থিতা বাতিল হয়। পরে আবু তৈয়ব উচ্চ আদালতে গেলে প্রার্থিতা ফিরে পান। এরপর প্রতিপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গেলে ফের আবু তৈয়বের প্রার্থিতা স্থগিত হয় ৮ সপ্তাহের জন্য। অবশ্য সেই আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তৈয়বের পক্ষ থেকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে ফের বেসামরিক গাড়িবহরে হামলা, নিহত ২০
পরবর্তী নিবন্ধহারিকেন ইয়ানের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ২৩ মৃত্যু, ক্ষয়ক্ষতি