কেবলই এশিয়া কাপ আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে বিশ্রামের কোন সুযোগ নেই। আজই আবার উড়াল দিতে হচ্ছে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংরাদেশ। যেখানে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া অপর দলটি পাকিস্তান। আজ রাত ১১ টায় ঢাকা ছাড়বে ক্রিকেটাররা। বাংলাদেশের গন্তব্য ক্রাইস্টচার্চ। সেখানেই অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। ৭ অক্টোবর সেখানেই পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ সাকিব বাহিনীর। দ্বিতীয় খেলা ৯ অক্টোবর নিউজিল্যান্ডের সাথে। ফিরতি পর্বে পরপর দুদিন খেলতে হবে টাইগারদের। প্রথমে ১২ অক্টোবর স্বাগতিক কিউইদের বিপক্ষে। পরদিন পাকিস্তানের সাথে। আগেই জানানো হয়েছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে সরাসরি নিউজিল্যান্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক সাকিব আল হাসান।
এশিয়া কাপের পর দুবাইতে এক সপ্তাহের অনুশীলন এবং স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ বেশ ভাল প্রস্তুতি হয়েছে বলে মনে করছেন ক্রিকেটাররা। যদিও ম্যাচ দুটিতে আহামরি কোন পারফরম্যান্স ছিলনা বাংলাদেশ দলের। তারপরও নিজেদের প্রস্তুতিটা ভাল হয়েছে বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এদিকে নিউজিল্যান্ডে তিনজাতি ক্রিকেট টুর্নামেন্ট বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির সুযোগ। আর সেটাকে কাজে লাগাতে চায় টাইগাররা। এদিকে এই সিরিজ এবং বিশ্বকাপের আগে টিম অপারেশন্স ম্যানেজার পদে এসেছে পরিবর্তন। নাফিস ইকবালের বদলে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম অপারেশন্স ম্যানেজারের যৌথ দায়িত্ব সামলাবেন রাবিদ ইমাম। এছাড়া জাতীয় দল নিউজিল্যান্ডে ত্রিদেশীয় আসর খেলতে যাচ্ছে কোন নির্বাচক ছাড়াই। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড যাবেন বলে জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা দু’জন নিউজিল্যান্ড যাচ্ছেন না। প্রধান নির্বাচক নান্নু জানিয়েছেন আমি নিউজিল্যান্ডে তিনজাতি আসরে জাতীয় দলের সঙ্গী হচ্ছি না। আমি যাব বিশ্বকাপে। দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না কোনো নির্বাচক। বিশ্বকাপের আগে এই সিরিজে টিম কম্বিনেশন ঠিক করবেন নতুন টেকনিক্যাল ডিরেক্টর তেমনটাই জানা গেছে। সে সাথে বিশ্বকাপের জন্য ব্যাটিং অর্ডারও ঠিক করবেন কোচ। বিশেষ করে দলের উদ্বোধনী জুটি নিয়ে যে সমস্যার মধ্যে রয়েছে বাংলাদেশ দল সেটা নিরসনের চেষ্টা করা হবে বলেও জানা গেছে।