লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল নাইক্ষ্যংমুখের রেঅং পাড়া সংলগ্ন এলাকা থেকে মো. ছরোয়ার আলম (৫৫) নামের এক বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই যুবককে আটক করেছে।
নিহত ছরোয়ার আলম রুপসী ইউনিয়নের অংহ্লা পাড়ার বাসিন্দা মৃত মনির আহমদের ছেলে। রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম ও ঝুঁকিপূর্ণ। লামা থানা পুলিশ লাশ উদ্ধার করে। সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ৩০ বছর ধরে নিহত ছরোয়ার আলম রুপসী পাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল নাইক্ষ্যংমুখ, রেঅং পাড়া, আলিয়াং পাড়াসহ বিভিন্ন পাড়ায় গাছ, বাঁশ, কলা ও বিভিন্ন মৌসুমী সবজীর ব্যবসা করছিলেন। সপ্তাহের প্রতি বুধবার তিনি ব্যবসায়ীক কাজে ওই সকল দুর্গম এলাকার বিভিন্ন পাড়ায় যাতায়াত করতেন। প্রতি সপ্তাহের ন্যয় গত বুধবারও তিনি নাইক্ষ্যংমুখ এলাকায় যান।
রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার কাইওয়ে ম্রো জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ছরোয়ার আলম রেঅং পাড়া এলাকার দুই যুবক এছো ত্রিপুরা ও গণেশ ত্রিপুরাকে সাথে নিয়ে আলিয়াং পাড়ায় যাওয়ার জন্য নাইক্ষ্যংমুখ বাজার থেকে রওনা দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা নিহত ছরোয়ার আলমের লাশ দেখতে পেয়ে রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ও লামা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টা দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে লাশটি উদ্ধার করেন।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো- রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলিয়াং বাবু পাড়ার কারবারী আর্গা ত্রিপুরার ছেলে এছো ত্রিপুরা (১৯) এবং সরই ইউনিয়নের টংগঝিরি এলাকার হাছমনী ত্রিপুরার ছেলে গণেশ ত্রিপুরা (২৩) ।
নিহত সরোয়ার আলমের শ্যালক মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, আলিয়াং পাড়ার লোকজনের কাছে আমার বোন জামাই ব্যবসায়ীক সূত্রে কমপক্ষে ১০ লাখ টাকা পাবে। খুনের সময় উনার কাছে টাকা ছিল। বাঁশের টাকা দিতে তিনি সেখানে গিয়েছিলেন। ওই এলাকায় তিনি ৩০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করেন।
লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে ব্যবসায়ী ছরোয়ার আলমের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিঙ্গাসাবাদ চলছে।